Logo

সারাদেশ

নাটোরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৫, ২১:৫৫

নাটোরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ছবি : বাংলাদেশের খবর

নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন স্থানীয় কয়েকজন ব্যবসায়ী।

রোববার (৪ মে) দুপুরে ইউনাইটেড প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবি করেন ব্যবসায়ী আশরাফ আলী, শাহাদৎ হোসেন ও লইম সরকার। তারা জানান, কোনো রাজনৈতিক দলে পদে না থাকলেও বিএনপির রাজনীতির অনুসারী।

সংবাদ সম্মেলনে আশরাফ আলী বলেন, জোনাইল হাট উন্নয়ন প্রকল্পে ১০টি দোকানঘর নির্মাণ, সিসি রাস্তা ঢালাই ও ড্রেন সংস্কারসহ কয়েকটি প্রকল্পে প্রায় ১৫ লাখ টাকার কাজ অসমাপ্ত রেখেই অর্থ আত্মসাৎ করেছেন চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ।

তিনি আরও দাবি করেন, নির্বাচনে ভোট না দেওয়ায় আব্দুর রহিম নামে এক মৎস্যচাষীর পুকুর থেকে প্রায় ১৬ লাখ টাকার মাছ লুট করেন আবুল কালাম। এ বিষয়ে মামলাটি আদালতে চলমান।

চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদের মালিক হওয়ার অভিযোগও তুলেছেন তারা।

এ বিষয়ে জানতে আবুল কালাম আজাদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তা বন্ধ পাওয়া যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, “এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর