Logo

সারাদেশ

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২৫, ০১:০৪

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১

দুই পক্ষের সংঘর্ষে নিহত কুদ্দুস মোল্লার মরদেহ /ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কুদ্দুস মোল্লা (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন।

রোববার (৪ মে) রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত তিন ঘণ্টা ধরে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরমপট্টি গ্রামে এ সংঘর্ষ ঘটে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, ওই গ্রামে দীর্ঘদিন ধরে দবির মাতব্বর ও বজলু মুন্সি নামের দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। রোববার রাতে দবির মাতব্বরপন্থী সোলেমান মাতব্বর ও বজলু মুন্সিপন্থী শাহ আলমের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষের শতাধিক লোক দেশীয় অস্ত্র—ঢাল, সরকি, রামদা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় তিন ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। সংঘর্ষে গুরুতর আহত কুদ্দুস মোল্লাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. তানসিভ জুবায়ের বলেন, ‘সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ৬-৭ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। কুদ্দুস মোল্লা নামের একজন মারা গেছেন। তার লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।’

ঘটনার খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে রাত পর্যন্ত উত্তেজনা বিরাজ করছিল।

মোসলেউদ্দিন ইমরান/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর