Logo

সারাদেশ

ফেসবুকে বাউল গানের কলি লেখায় সাংবাদিক গ্রেপ্তার

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২৫, ০৯:০৩

ফেসবুকে বাউল গানের কলি লেখায় সাংবাদিক গ্রেপ্তার

বিখ্যাত বাউল গানের একটি কলি ফেসবুকে লেখায় বগুড়ার স্থানীয় একটি পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল ওয়াহেদ ফকিরকে পুলিশ গ্রেপ্তার করেছে। ওই স্ট্যাটাসে নাকি হিন্দু সম্প্রদয়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়েছে।

সাংবাদিক আব্দুল ওয়াহেদ ফকির বলেন, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো কিছু লিখিনি। যা লিখেছি সেটি একটি বাউল গান। আমি ব্যক্তিগত রোষানলের শিকার হয়েছি। এক মহল আমার বিরুদ্ধে বেশ কিছু দিন ধরে পিছু লেগেছে। তাদের ষড়যন্ত্রের শিকার হয়েছি আমি।’

শনিবার (৩ মে) রাত পৌনে দশটার দিকে শহরের সাতমাথা থেকে সাংবাদিক আব্দুল ওয়াহেদ ফকিরকে বগুড়ার সদর থানার অফিসার ইনচার্জ গাড়িতে তুলে নিয়ে যায়। কিছুক্ষণ পুলিশ সুপারের কার্যালয়ে রাখার পর তাকে সদর থানায় রাখা হয়েছে।

সেখানে শনিবার রাত এবং রবিবার (৪ মে) সারাদিন রাখার পরও বাদীর অভাবে মামলা নিতে পারেনি থানা। সারাদিন হিন্দু সম্প্রদয়ের নেতারা মিটিং করেও বাদীকে হবেন তা রবিবার বিকেল ৫টা পর্যন্ত নির্ধারণ করতে পারেননি। এরিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দীন বলেন, ‘আমরা সন্দেহভাজন কাউকে থানায় ২৪ ঘণ্টা পর্যন্ত আটকে রাখতে পারি। মামলার বাদীকে হবেন হিন্দু সম্প্রদয়ের নেতারা মিটিং করে ঠিক করছেন। এখন পর্যন্ত (বিকেল ৫টা) কে বাদী হবে আমরা জানি না।’  

তিনি আরও বলেন, ‘সাংবাদিক যা লিখেছেন তাতে কয়েকটি ধারা লঙ্ঘন হয়েছে। মামলা হয়ে গেলে আসামিকে চালান দিয়ে দেব।’

এমআই/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর