Logo

সারাদেশ

রাজশাহীতে বনলতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত

Icon

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২৫, ১০:৩৪

রাজশাহীতে বনলতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত

ছবি : বাংলাদেশের খবর

রাজশাহী রেলওয়ে স্টেশনে বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। 

সোমবার (০৫ মে) সকাল ৬টায় ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসে। সকাল ৭টার দিকে রাজশাহী স্টেশনে পৌঁছানোর পর বিকট শব্দ হয়।

পরে দেখা যায়, ট্রেনটির ‘ঠ’ বগির একটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে কেউ হতাহত হননি। বগিটি উদ্ধারের কাজ চলছে।

রাজশাহী রেলস্টেশনের ব্যবস্থাপক শহীদুল ইসলাম বলেন, ট্রেনটি স্টেশনে প্রবেশ করার পর একটি বগি লাইনচ্যুত হয়। ‘ঠ’ বগির একটি চাকা ফেটে গেছে। ট্রেনের বগিটি উদ্ধারের কাজ শুরু হয়েছে। খুব দ্রুততম সময়ের মধ্যেই ট্রেনটি ছাড়তে পারবে বলে আশা করা হচ্ছে।

এ ঘটনার কারণে চাঁপাইনবাবগঞ্জ রুটে চলাচলকারী একটি লোকাল ট্রেন আটকে আছে।

পিটার মিখাইল/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর