
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোরশেদা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।
রোববার (০৪ মে) উপজেলার হাওয়াখানা নামক স্থানে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোরশেদা বেগম উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সুন্দইল গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোরশেদা বেগম তার স্বামীর সঙ্গে অটোভ্যানে করে বাড়ি থেকে গোবিন্দগঞ্জ যাচ্ছিলেন। পথে কাটাখালি ব্রিজের দক্ষিণ পাশে হাওয়াখানা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির অজ্ঞাত ট্রাক্টরের সঙ্গে অটোভ্যানটির সংঘর্ষ হয়। এতে মোরশেদা বেগম ভ্যান থেকে ছিটকে পড়ে গিয়ে এমপি থ্রি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
আতিকুর রহমান/এমবি