Logo

সারাদেশ

কালভার্টের নিচে মিলল নারীর মরদেহ

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২৫, ১৪:২২

কালভার্টের নিচে মিলল নারীর মরদেহ

ছবি : বাংলাদেশের খবর

সাতক্ষীরার তালা উপজেলায় একটি কালভার্টের নিচ থেকে সেলিনা বেগম (৪৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (০৫ মে) সকালে উপজেলার হরিশ্চন্দ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সেলিনা বেগম হরিশ্চন্দ্রকাটি গ্রামের মো. রহমত খাঁর স্ত্রী।

তার বোনের স্বামী আবুল কাশেম জানান, রোববার সন্ধ্যায় ঢাকায় থাকা অসুস্থ মেয়েকে বিকাশে টাকা পাঠাতে বাজারে গিয়েছিলেন সেলিনা বেগম। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। সোমবার ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার লাশ শনাক্ত করা হয়।

ঘটনাস্থলে কালভার্টের নিচে পড়ে থাকা লাশের পাশে সেলিনা বেগমের ব্যবহৃত মোবাইল ফোন, কানের দুল, ওষুধ ও কিছু কাঁচাবাজার পড়ে থাকতে দেখা গেছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তার মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

আব্দুস সামাদ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর