Logo

সারাদেশ

টাঙ্গাইলে একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

Icon

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল

প্রকাশ: ০৫ মে ২০২৫, ১৫:৩৩

টাঙ্গাইলে একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

ছবি : বাংলাদেশের খবর

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রায়হান (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করে পুকুরে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ মে) সকালে উপজেলার রামপুর কুকরাইল এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

রায়হান ওই এলাকার বাদল মিয়ার ছেলে। তার নামে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের পরিবার জানায়, ভোর ৪টার দিকে মুন্না নামের এক যুবক তাদের খবর দেয়, একদল দুর্বৃত্ত রায়হানকে ধারালো অস্ত্র দিয়ে কোপাচ্ছে। পরিবারের লোকজন গিয়ে পুকুরে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যার কারণ তদন্ত করে জানা যাবে।

রেজাউল করিম/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর