টাঙ্গাইলে ৭৮ লাখ টাকা ডাকাতি : মূল হোতাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ০৫ মে ২০২৫, ১৫:৪০

ছবি : বাংলাদেশের খবর
টাঙ্গাইলের মির্জাপুরে মহিষ ব্যবসায়ীদের কাছ থেকে ৭৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় ডাকাত দলের মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (৫মে) দুপুরে টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মিজানুর রহমান।
তিনি জানান, গত ২২ মার্চ উপজেলার বাশতৈল এলাকায় মহিষ ব্যবসায়ীদের লক্ষ্য করে গুলি চালিয়ে টাকা লুট করে ডাকাতরা। পরদিন ভুক্তভোগীরা থানায় মামলা করেন।
ঘটনার পর ডিবি ও মির্জাপুর থানা পুলিশ একাধিক স্থানে অভিযান চালায়। প্রথমে ১১ এপ্রিল ঢাকার হাজারীবাগ থেকে ডাকাত মিলনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে হাইস গাড়ি ও ১২ হাজার টাকা উদ্ধার করা হয়।
১৮ এপ্রিল যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করা হয় দলের দ্বিতীয় নেতা ঈসমাইলকে। তার কাছ থেকে উদ্ধার হয় ৩ লাখ টাকা। ঈসমাইলের দেওয়া তথ্য অনুযায়ী বাশতৈল এলাকা থেকে ১০ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
সবশেষ সোমবার (৫ মে) ঢাকার খিলগাঁও থেকে অস্ত্রধারী শুটার ও ডাকাত দলের মাস্টারমাইন্ড সাগর বারুইকে গ্রেপ্তার করা হয়। তার দেখানো স্থানে কুমারজানি এলাকা থেকে ম্যাগাজিন ভর্তি একটি বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় মোট ৩ লাখ ১২ হাজার টাকা, দুটি পিস্তল, ১৭ রাউন্ড গুলি, তিনটি মোটরসাইকেল ও একটি হাইস গাড়ি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে রিমান্ডে নিতে আদালতে আবেদন করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আদিবুর রহমান, ডিবি ওসি মোশাররফ হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলাসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
রেজাউল করিম/এআরএস