Logo

সারাদেশ

স্ত্রীর স্বীকৃতি দাবিতে তরুণীর অনশন

বাংলাদেশের খবরে সংবাদের পর চরফ্যাশনে সেই জামায়াত নেতাকে বহিষ্কার

Icon

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২৫, ১৫:৫১

বাংলাদেশের খবরে সংবাদের পর চরফ্যাশনে সেই জামায়াত নেতাকে বহিষ্কার

ছবি : সংগৃহীত

‘স্ত্রীর স্বীকৃতি দাবিতে জামায়াত নেতার বাড়িতে তরুণীর অনশন’ শিরোনামে ৩ মে বাংলাদেশের খবর পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পর চরফ্যাশনের এওয়াজপুর ইউনিয়নের জামায়াত সেক্রেটারি সাইফুল্লাহ মানসুর হেলালকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৫ মে) চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা আবুল কাশেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারীর অনশনসংক্রান্ত সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়। অধিকতর তদন্তের স্বার্থে হেলালকে তার দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্তে দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ২ মে বিকেলে তরুণীটি হেলালের বাড়ির সিঁড়িতে বসে অনশন শুরু করেন। তার দাবি, হেলালের সঙ্গে পালিয়ে গিয়ে ঢাকায় একসঙ্গে বসবাস করেছেন। এখন তিনি স্বীকৃতি না দিয়ে অস্বীকার করছেন।

এম ফাহিম/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর