Logo

সারাদেশ

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় রুপি­সহ যুবক আটক

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২৫, ১৫:৫৮

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় রুপি­সহ যুবক আটক

ছবি : বাংলাদেশের খবর

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় রুপি­সহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক যুবকের নাম মো. রফিক মিয়া (৩৫)। তিনি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, রোববার (৫ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে বিরেন্দ্রনগর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১১৯৩/৪-এস–সংলগ্ন রঙ্গাছড়া এলাকা থেকে রফিককে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে ৩৪ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়।

২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, আটক যুবককে রুপি­সহ তাহিরপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

আব্দুল হালিম/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর