Logo

সারাদেশ

ধামরাইয়ে ৪ মিনিটেই গোডাউনে লুট

২০ লাখ টাকার মালামাল নিয়ে পালাল দুর্বৃত্তরা

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২৫, ১৬:১২

ধামরাইয়ে ৪ মিনিটেই গোডাউনে লুট

ছবি : সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেডের একটি ডিস্ট্রিবিউটরের গোডাউনে চার মিনিটের মধ্যে লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা প্রায় ১৫ লাখ টাকার পণ্য ও ৫ লাখ টাকা নগদ অর্থ লুটে নেয়।

রোববার দিবাগত রাত ২টা ১০ মিনিট থেকে ২টা ১৪ মিনিট পর্যন্ত ধামরাই উপজেলার সদর ইউনিয়নের শরিফবাগ বাজারে মুহাম্মদ নাসিমের গোডাউনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মুহাম্মদ নাসিম জানান, রাত ২টা ১০ মিনিটে একটি পিকআপ ভ্যান নিয়ে ৯-১০ জনের একটি দল গোডাউনের সামনে এসে তালা ভেঙে ভেতরে ঢোকে। এরপর দ্রুত পণ্য বের করে গাড়িতে তুলতে থাকে। একপর্যায়ে এলাকাবাসী টের পেয়ে ধাওয়া দিলে ২টা ১৪ মিনিটের দিকে তারা পালিয়ে যায়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুর্বৃত্তদের দলটি তালা ভেঙে একের পর এক কার্টন বের করে গাড়িতে তুলছে। লুট শেষে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ব্যবসায়ী নাসিম জানান, ‘৩০টি কার্টন পণ্য গেছে। দাম ১৫ লাখ টাকার বেশি। ক্যাশে ছিল ৫ লাখ ৩২ হাজার ৯৩২ টাকা। সবই নিয়ে গেছে।’

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বলেন, ‘ঘটনার তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ধামরাইয়ে এর আগেও একাধিক লুট ও চুরির ঘটনা ঘটেছে। গত ২৯ এপ্রিল যাদবপুরে এক বাড়ি থেকে ৪০ ভরি স্বর্ণালঙ্কার, ২৮ এপ্রিল মহাসড়কে ৩০ লাখ টাকার পামওয়েলসহ ট্রাক এবং ৩১ মার্চ একটি কারখানা থেকে ১৫ লাখ টাকার মালামাল লুট হয়। পুলিশের দাবি, এসব ঘটনায় অভিযান চালানো হচ্ছে এবং কিছু মালামাল ও যানবাহনও উদ্ধার করা হয়েছে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর