Logo

সারাদেশ

মাহমুদুর রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে নাজিরপুরে মানববন্ধন

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২৫, ১৬:১৭

মাহমুদুর রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে নাজিরপুরে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

পিরোজপুরের নাজিরপুরে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ অন্যান্য সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা 'মিথ্যা ও ষড়যন্ত্রমূলক' মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ মে) সকাল ১০টায় নাজিরপুর প্রেসক্লাবের সামনে ‘আমার দেশ পাঠক মেলা’র উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি কে এম সাঈদ এবং সঞ্চালনা করেন সম্পাদক এস এম সিপার।

মানববন্ধনে বক্তব্য দেন জামায়াতে ইসলামী নাজিরপুর উপজেলা শাখার আমির মাওলানা আব্দুর রাজ্জাক, পিরোজপুর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ইমাম হোসেন মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, প্রেসক্লাবের সদস্য সঞ্জীব কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রোকনুজ্জামান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান, সাবেক ছাত্রনেতা এস এম মাজেদুল কবির রাসেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম হাচানসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সাংবাদিকেরা।

জামায়াত নেতা আব্দুর রাজ্জাক বলেন, ‘মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তা না হলে দেশপ্রেমিক জনতা মেঘনা গ্রুপের পণ্য বর্জনের সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।’

তিনি আরও বলেন, ‘মেঘনা গ্রুপ স্বৈরশাসনের সহযোগী এবং দেশের সম্পদ পাচারে জড়িত। তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।’

বক্তারা মাহমুদুর রহমানকে ‘সাহসী কলম সৈনিক’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তাঁর অবস্থান দেশের গণমাধ্যম ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে।’

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর