Logo

সারাদেশ

ঝিনাইদহে ‘ইয়াবা দম্পতি’ আটক

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২৫, ১৬:৩৩

ঝিনাইদহে ‘ইয়াবা দম্পতি’ আটক

ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবাসহ এক স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। রোববার (৪ মে) রাতে শহরের বলিদাপাড়া এলাকা থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— উপজেলার মহিষাহাটি গ্রামের শাহাজান খানের ছেলে শাহারিয়ার খান (৩০) ও তার স্ত্রী রত্না বেগম (২৬)।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোবারকগঞ্জ চিনিকলের সার গোডাউনের পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তল্লাশিতে স্বামী-স্ত্রীর দেহ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এই দম্পতি দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর