বাউফলে গোয়ালঘর দুর্বৃত্তের আগুনে গরু ছাগল হাঁস মুরগি পুড়ে ছাই

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৫ মে ২০২৫, ১৬:৪৩

ছবি : বাংলাদেশের খবর
পটুয়াখালীর বাউফলে দুর্বৃত্তের ছোড়া আগুনে পুড়ে গেছে একটি গোয়ালঘর। এতে দুটি গরু, দুটি ছাগল ও অর্ধশতাধিক হাঁস-মুরগি মারা গেছে। অগ্নিদগ্ধ হয়েছেন বাড়ির মালিক অটোরিকশাচালক নিজাম উদ্দিন (৫০)।
রোববার (৪ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিজাম উদ্দিন জানান, গভীর রাতে গবাদিপশুর ডাক শুনে ঘর থেকে বের হয়ে দেখতে পান গোয়ালঘরে আগুন লেগেছে। তিনি প্রাণীগুলো রক্ষা করতে গেলে আগুনে দগ্ধ হন। তাঁর মুখমণ্ডল, পা ও শরীরের বিভিন্ন অংশে পোড়ার চিহ্ন রয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, পূর্বপরিকল্পিতভাবে দুর্বৃত্তরা এ আগুন লাগিয়েছে। এর আগে তাঁদের বাড়িতে কয়েকবার চুরির ঘটনাও ঘটেছে। ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকা বলে তাঁরা জানান।
বাউফল থানার ওসি আখতারুজ্জামান সরকার বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে।