Logo

সারাদেশ

আনোয়ারুলের ফাঁস দেওয়া নিয়ে সন্দেহ, পরিবারের দাবি হত্যা

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২৫, ২১:২১

আনোয়ারুলের ফাঁস দেওয়া নিয়ে সন্দেহ, পরিবারের দাবি হত্যা

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভোটমারী ইউনিয়নে আনোয়ারুল (৪০) নামে এক ভ্যানচালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (৫ এপ্রিল) সকালে উপজেলার ভোটমারী  ইউনিয়নের চৌধুরীরহাট নোহালী এলাকায় এ ঘটনা ঘটে। আনোয়ারুল ওই এলাকার রুস্তম আলীর ছেলে।

তার স্ত্রী জানান, সকালবেলা তার স্বামীকে খাবার দিয়ে গাভীর জন্য তিনি ঘাস কাটতে যান তিনি। সেখান থেকে ফিরে এসে দেখেন ঘরের আড়ার সাথে তার স্বামীর মরদেহ ঝুলছে। 

তখন তার চিৎকারে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছুটে আসেন। পরে পুলিশ এসে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। 

পরিবারের অভিযোগ- ভাঙা হাত নিয়ে কীভাবে ফাঁস নিলেন আনোয়ারুল? পরিবারের দাবি- আত্মহত্যা নয়, তাকে কেউ হত্যা করে ঝুলিয়ে রেখেছে।

ভোটমারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, কয়েকদিন আগে স্থানীয় কিছু লোকজনের সাথে আনোয়ারুলের বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধে আনোয়ারুলকে মারধর করে হাত ভেঙে দেওয়া হয়। হাত ভাঙা বিষয়ে স্থানীয়রা সালিশি বৈঠক ডাকেন। সালিশ বৈঠকে গণ্যমান্য ব্যক্তিরা আনোয়ারুলকে ক্ষতিপূরণ বাবদ টাকা দেওয়ার রায় দেন। তারপরই আজ এ খবর এল। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার আগে কিছু বলা যাবে না। 

আরটি/এমইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর