Logo

সারাদেশ

গলায় লিচুর বিচি আটকে প্রাণ গেল ছোট্ট রবিউলের

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৫, ১০:৩৬

গলায় লিচুর বিচি আটকে প্রাণ গেল ছোট্ট রবিউলের

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে /ছবি : সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ীতে গলায় লিচুর বিচি আটকে রবিউল ইসলাম (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রবিউল ওই গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

সোমবার (৫ মে) রাত ৯টার দিকে উপজেলার আন্দরিয়াগোপ এলাকায় এ ঘটনা ঘটে।

শিশুটির পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে বাড়ির উঠানে কয়েকজন শিশুর সঙ্গে খেলতে খেলতে লিচু খাচ্ছিল রবিউল। এসময় অসাবধানতাবশত একটি লিচুর বিচি তার গলায় আটকে যায়। এরপরই সে দম নিতে না পেরে ছটফট করতে থাকে এবং নাক-মুখ দিয়ে সাদা ফেনা বের হতে থাকে।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. হুমায়ুন আহমেদ নূর জানান, শিশুটির শ্বাসনালীতে লিচুর বিচি আটকে গিয়েছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

শাহরিয়ার শাকির/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর