পটিয়ায় পাহাড়ি অঞ্চল অনিরাপদ, জিম্মি করে টাকা আদায়

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৬ মে ২০২৫, ১৩:৩৬
-6819bc158c721.jpg)
চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইঁদগাঁও পাহাড়ি অঞ্চল এখন অনিরাপদ হয়ে উঠেছে। অপহরণকারীরা নিরাপদ ঘাঁটি তৈরি করে পাহাড়ি জনপদে সাধারণ মানুষের জীবনকে অনিরাপত্তার মুখোমুখি করছে। পাহাড়ে কাজ করতে যাওয়া কৃষক ও শ্রমজীবী মানুষদের জিম্মি করে আদায় করা হচ্ছে মোটা অঙ্কের মুক্তিপণ।
মঙ্গলবার (০৬ মে) সকালে হাইঁদগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবু জাফর নামের এক কৃষক অপহরণের শিকার হন বলে জানা যায়।
পাহাড়ে নিজ বাগান তদারকি করতে গিয়ে তিনি সন্ত্রাসীদের হাতে বন্দি হন। পরে অপহরণকারীরা কৃষকের পরিবারের কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। সন্ত্রাসীদের সঙ্গে দরকষাকষির মাধ্যমে ৫০ হাজার টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
আবু জাফরের স্ত্রী শিরিন আক্তার বলেন, ওরা আমাদের কাছে সরাসরি টাকা চাইছে। বলেছে টাকা না দিলে প্রাণে মেরে ফেলবে। তখন পরিবারের কান্নাকাটি আর অনুরোধের পরে আমার স্বামীকে ছেড়ে দেয়।
তিনি আরও বলেন, এভাবে যদি পাহাড়ে সন্ত্রাসীদের ঘাঁটি তৈরি হয়, তাহলে আমরা দিনমজুর—পাহাড়ে না গেলে আমাদের সংসার চলে না। প্রশাসনের কাছে কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ রইল।
স্থানীয়রা জানান, পাহাড়ের গভীরে গড়ে উঠেছে একাধিক অপহরণকারীর আস্তানা। তারা কৃষক, শ্রমজীবী মানুষ ও পাহাড়ে যাওয়া সাধারণ জনগণকে লক্ষ্য করে চাঁদা দাবি করছে। এতে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জায়েদ নুর বলেন, কৃষক অপহরণের বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।
হেলাল উদ্দিন নিরব/এমবি