Logo

সারাদেশ

ঝিনাইদহে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৫, ১৫:০৯

ঝিনাইদহে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহ সদর উপজেলায় মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ মে) বেলা ১১টার দিকে গান্না ইউনিয়নের পশ্চিম বিষয়খালী এবং মহারাজপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—পশ্চিম বিষয়খালী গ্রামের শাহাজ্জেল হোসেনের ছেলে মিরাজুল ইসলাম (২৫) এবং ভবানীপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে অলিয়ার রহমান (৫০)।

স্থানীয় স্বাস্থ্য সহকারী জাহাঙ্গীর আলম ও নিহতদের স্বজনরা জানান, সকালে ধান বাঁধার জন্য মাঠে যান মিরাজুল। সকাল সাড়ে ১০টার দিকে আকস্মিকভাবে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে অন্যরা নিরাপদ স্থানে আশ্রয় নিলেও মিরাজুল বজ্রপাতের শিকার হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

অন্যদিকে অলিয়ার রহমানও সকালে ধান গোছাতে বাড়ি থেকে বের হন। বেলা ১১টার দিকে বজ্রপাত শুরু হলে তিনিও মাঠেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. খালিদ হাসান বলেন, বজ্রপাতে আহত অবস্থায় দুই কৃষককে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মোস্তাফিজুর রহমান বলেন, বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি স্থানীয় পুলিশকে জানানো হয়েছে।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, বজ্রপাতে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থল এবং হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এম বুরহান উদ্দীন/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর