Logo

সারাদেশ

বান্দরবানে কর্মসংস্থান-দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৫, ১৫:১৬

বান্দরবানে কর্মসংস্থান-দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার

ছবি : বাংলাদেশের খবর

বান্দরবান জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে ‘দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সঙ্গে জনসংযোগ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।

অনুষ্ঠানে জানানো হয়, ২০০৪ সাল থেকে এ পর্যন্ত বান্দরবান জেলা থেকে ৭ হাজার ৬১৯ জন কর্মী বিদেশে গমন করেছেন। যাদের মধ্যে ৬ হাজার ২১৫ জন পুরুষ ও ১ হাজার ৪০৪ জন নারী। ২০২৪ সালে বোয়েসেলের মাধ্যমে ১৬৩ জন নারী জর্ডান, হংকং ও সৌদি আরবে গিয়েছেন। এছাড়া বিদেশগামী কর্মীরা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণসহ বিভিন্ন অনলাইন সেবা পাচ্ছেন।

জেলা প্রশাসক বলেন, বিদেশ গমনের আগে ভালোভাবে যাচাই-বাছাই করতে হবে। অনেকেই প্রতারক চক্রের ফাঁদে পড়ে নিঃস্ব হন। এ বিষয়ে সচেতনতা বাড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সোহেল কান্তি নাথ/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর