শ্রীপুরে কৃষকদের জন্য ব্যতিক্রমী ‘পার্টনার ফিল্ড স্কুল’

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ মে ২০২৫, ১৫:২৯

ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের শ্রীপুরে প্রান্তিক কৃষক-কৃষাণীদের দক্ষ করে তুলতে চালু হয়েছে ব্যতিক্রমী শিক্ষা কার্যক্রম ‘পার্টনার ফিল্ড স্কুল’। বই-খাতা নয়, কৃষক-কৃষাণীদের মাঠেই হাতে-কলমে শিখছেন টেকসই ও নিরাপদ খাদ্য উৎপাদনের কৌশল।
উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় চালু হওয়া এ স্কুলে কৃষকরা শিখছেন পরিবেশবান্ধব চাষাবাদ, রোগ-বালাই দমন এবং পারিবারিক পুষ্টি নিশ্চিত করার উপায়। মাঠে বসেই কৃষক-কৃষাণীরা অংশ নিচ্ছেন মৌসুমভিত্তিক প্রশিক্ষণে। শেখানো হচ্ছে ধান, গম, তেল ও পুষ্টিকর ফসল চাষের আধুনিক পদ্ধতি।
উপজেলা কৃষি অফিস জানায়, ২০২৪-২৫ অর্থবছরে ১০টি ‘পার্টনার ফিল্ড স্কুল’-এর মধ্যে ৩টির কার্যক্রম শেষ হয়েছে, বাকিগুলো চলমান। প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে সম্মানী ভাতা ও মানসম্পন্ন নাশতা সরবরাহ করা হচ্ছে। ভবিষ্যতে তাদের কৃষকসেবা কেন্দ্র ও অন্যান্য সুযোগ-সুবিধার আওতায় আনার পরিকল্পনাও রয়েছে।
শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা বলেন, ‘পিএফএসের মাধ্যমে কৃষকদের নিরাপদ, বিষমুক্ত ও রপ্তানিযোগ্য কৃষিপণ্য উৎপাদনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যা ভোক্তা ও কৃষি শ্রমিক উভয়ের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’
এআরএস