Logo

সারাদেশ

বজ্রপাতে ৩ স্কুলছাত্রীসহ ৪ জনের মৃত্যু

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৫, ১৬:০৩

বজ্রপাতে ৩ স্কুলছাত্রীসহ ৪ জনের মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও মিঠামইনে বজ্রপাতে তিন স্কুলছাত্রীসহ চারজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৬ মে) দুপুরে পাকুন্দিয়া উপজেলার চরটেকী এলাকা ও মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর দক্ষিণ হাঁটি গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাকুন্দিয়া উপজেলার চরটেকী গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ইরিনা আক্তার (১৫), বাদল মিয়ার মেয়ে প্রিয়া আক্তার (১৫) ও বোরহান উদ্দিনের মেয়ে বর্ষা (১৫)। তারা সবাই চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। অপর নিহত ব্যক্তি হলেন- মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর দক্ষিণ হাঁটি গ্রামের কৃষক কডু মিয়া (৩৫)। তিনি মোতালেব মিয়ার ছেলে।

জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঝড়সহ বৃষ্টি শুরু হয়। স্কুল থেকে বাড়ি ফেরার পথে চরটেকী নামাপাড়ায় ঝড়বৃষ্টির কবলে পড়ে ওই তিন স্কুলছাত্রী। এ সময় বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ইরিনা ও প্রিয়াকে মৃত ঘোষণা করেন। বর্ষাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, চমকপুর দক্ষিণ হাঁটি গ্রামে কডু মিয়া বাড়ির সামনে খোলা মাঠে ধান শুকাচ্ছিলেন। হঠাৎ ঝড়বৃষ্টির শুরু হলে তিনি শুকাতে দেওয়া ধান সরাতে গিয়ে বজ্রপাতের শিকার হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিঠামইন থানার উপপরিদর্শক (এসআই) অর্পণ বিশ্বাস কৃষক কডু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বলেন, আমি হাসপাতালে গিয়ে নিহতদের পরিবারের খোঁজখবর নিয়েছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দাফন-কাফনের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বজ্রপাতে তিন স্কুলছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুর রউফ ভুঁইয়া/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর