জামালগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৬ মে ২০২৫, ১৬:১১

ছবি : সংগৃহীত
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় হাওরে ধান কাটার সময় বজ্রপাতে জাকির হোসেন (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ মে) সকাল ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পাকনার হাওরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো জাকির হোসেন সকালে হাওরে ধান কাটতে যান। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাত হলে তিনি বিদ্যুতায়িত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. আলমগীর হোসেন তাকে মৃত ঘোষণা করেন।
জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল হুদা বজ্রপাতে জাকির হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মো. আব্দুল হালিম/এআরএস