
ছবি : বাংলাদেশের খবর
নরসিংদীর রায়পুরা উপজেলায় গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
মঙ্গলবার (৬ মে) সকালে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তরুণের নাম সাইফুল ইসলাম (১৭)। তিনি নজরপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুন অর রশিদের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার ভোরে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ সময় সাইফুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।
আহতদের মধ্যে মেথিকান্দা এলাকার রাহাত (২২)–কে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে ও গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, দুই পক্ষের গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে সংঘর্ষ হয়। একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সুমন রায়/এআরএস