Logo

সারাদেশ

পদ্মার আগ্রাসনে দৌলতপুরে ভাঙন, ঝুঁকিতে ৪ কিমি. এলাকা

Icon

আকরামুজ্জামান আরিফ, কুষ্টিয়া

প্রকাশ: ০৬ মে ২০২৫, ১৬:৩১

পদ্মার আগ্রাসনে দৌলতপুরে ভাঙন, ঝুঁকিতে ৪ কিমি. এলাকা

ছবি : বাংলাদেশের খবর

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর শান্ত স্রোতধারায়ও দেখা দিয়েছে ভাঙন। শুষ্ক মৌসুমে মরিচা ইউনিয়নের অন্তত চার কিলোমিটার এলাকাজুড়ে এ ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে এক কিলোমিটার এলাকায় বালুভর্তি জিওব্যাগ ফেলার কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

ভাঙন দেখা দিয়েছে ইউনিয়নের ভূরকা, হাটখোলা ও কোলদিয়া এলাকায়। পাউবোর তথ্যমতে, হাটখোলা পাড়া থেকে ভূরকাপাড়া পর্যন্ত এক কিলোমিটার এলাকায় দুটি প্রকল্পে ২০ কোটি টাকা ব্যয়ে ২ লাখ ৩৫ হাজার বালুভর্তি জিওব্যাগ ফেলা হবে। কাজটি বাস্তবায়ন করছে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড।

প্রতিষ্ঠানটির উপবিভাগীয় প্রকৌশলী রোকনুজ্জামান বলেন, ‘ভাঙন রোধে জরুরি ভিত্তিতে এক কিলোমিটারে জিওব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে।’

তবে ভাঙনের মাত্রা ও বিস্তৃতি নিয়ে শঙ্কায় আছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন, পদ্মায় নতুন পানি এলে ভাঙন আরও ভয়াবহ রূপ নিতে পারে। এক কিলোমিটারে কাজ হলেও বাকি তিন কিলোমিটার ভাঙনরোধে দ্রুত পদক্ষেপ না নিলে বড় বিপর্যয় ঘটতে পারে।

ভূরকা এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমান বলেন, ‘একসময় আমাদের আবাদি জমিতে যেতে পাঁচ কিলোমিটার হাঁটতে হতো। এখন পদ্মা আমাদের ঘরের দরজায়। চোখের সামনে জমি হারিয়েছি, এবার বসতভিটাও হারাতে হবে মনে হচ্ছে।’

স্থানীয় সিরাজ মণ্ডল বলেন, ‘চার কিলোমিটার ভাঙনের মধ্যে মাত্র এক কিলোমিটারে কাজ হচ্ছে। বাকি এলাকাগুলো রক্ষা না করলে বর্ষায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে পড়তে পারে।’

সাময়িক উদ্যোগে খুশি হলেও স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত উদ্বেগ কাটছে না এলাকাবাসীর। সুইট আহমেদ নামে এক বাসিন্দা বলেন, ‘জিওব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও, টেকসই বাঁধ ছাড়া দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব নয়।’

এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হামিদ বাংলাদেশের খবরকে বলেন, ‘আমরা এক কিলোমিটার এলাকায় ভাঙন রোধে জিওব্যাগ ফেলছি। বাকি তিন কিলোমিটার এলাকাও মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। স্থায়ী বাঁধ নির্মাণের বিষয়েও আলোচনা চলছে।’

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর