Logo

সারাদেশ

গৌরনদীতে ১৫ কেজি গাঁজাসহ আটক ২

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৫, ১৬:৪৭

গৌরনদীতে ১৫ কেজি গাঁজাসহ আটক ২

বরিশালের গৌরনদী থেকে ১৫ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-৮-এর একটি দল।

মঙ্গলবার (০৬ মে) দুপুরে র‌্যাব সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার মধ্যরাতে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপের গতিরোধ করে র‌্যাব-৮-এর অভিযানিক দল।

এ সময় পিকআপের মধ্যে থাকা কাঠের আলমারির মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পিকআপ চালকসহ দুই বিক্রেতাকে আটক করা হয়।

র‌্যাব সূত্রে আরও জানা গেছে, আটককৃতদের একজন চাঁদপুর জেলার প্রধানিয়া এলাকার বাসিন্দা নুরে আলমের ছেলে শাহেদুল ইসলাম। তিনি বরিশালের মাদক বিক্রেতাদের কাছে গাঁজার চালান পৌঁছে দিতে এসেছিলেন।

র‌্যাব জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এসএম মিজান/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর