Logo

সারাদেশ

আলফাডাঙ্গা থানার মামলায় গ্রেপ্তার দেখানো হলো কলম মেম্বারকে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ মে ২০২৫, ১৬:৪৯

আলফাডাঙ্গা থানার মামলায় গ্রেপ্তার দেখানো হলো কলম মেম্বারকে

ফরিদপুরের আলফাডাঙ্গা থানার একটি মামলায় সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার ভাগনে ইব্রাহিম শেখ ওরফে কলম মেম্বারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গত ৪ মে বিস্ফোরক ও নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ফরিদপুর ৯ নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাওন হোসেন এ আদেশ দেন।

গত ২০ এপ্রিল ফরিদপুর শহরের আদালতপাড়া এলাকা থেকে কলম মেম্বারকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিনই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ইব্রাহিম শেখ ওরফে কলম মেম্বারের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একাধিক মামলা রয়েছে। ঢাকার খিলগাঁও থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

আদালত সূত্রে জানা গেছে, ১৩ আগস্ট আলফাডাঙ্গা থানায় বিস্ফোরক ও নাশকতার মামলা হয়। সেই মামলার আসামি ইব্রাহিম শেখ ওরফে কলম মেম্বার। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। ১৩ আগস্ট আলফাডাঙ্গা আরিফুজ্জামান পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন চৌরাস্তায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বেআইনি জনতাবদ্ধ হয়ে পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে মিছিল করে।

মিছিলে একপর্যায়ে আসামিরা ঘটনাস্থলের আশপাশের রাস্তায় চলাচলকারী যানবাহন ভাঙচুর করে। আসামিরা মানুষের জীবন ও সম্পত্তির ক্ষতি সাধনের লক্ষ্যে শত শত ককটেল ও হাতবোমার বিস্ফোরণ ঘটায় এবং ত্রাসের রাজত্ব কায়েম করে। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে আলফাডাঙ্গা থানা পুলিশ ও সেনাবাহিনীর টহলরত গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে এজাহারনামীয় এবং অজ্ঞাত আসামিরা পালিয়ে যায়।

এইচকে/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর