Logo

সারাদেশ

নওগাঁয় মাদকদ্রব্যসহ আটক ১

Icon

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৫, ১৭:১৮

নওগাঁয় মাদকদ্রব্যসহ আটক ১

নওগাঁর আত্রাইয়ে মাদকদ্রব্যসহ শাহিন শেখ (৩২) নামে একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০৬ মে) সকাল ৯টার দিকে উপজেলার বান্দাইখাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। 

শাহিন শেখ উপজেলার সাহেবগঞ্জ গ্রামের মৃত আ. রহমানের ছেলে।

জানা যায়, মাদকদ্রব্য বিক্রি হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানার উপপরিদর্শক (এসআই) সাহাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বান্দাইখাড়া এলাকায় অভিযান চালান। এ সময় শাহিন শেখকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে নয় পিস অ্যাম্পল উদ্ধার করা হয়।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বান্দাইখাড়া এলাকা থেকে শাহিন নামে একজনকে আটক করা হয়েছে। শাহিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এমরান/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর