Logo

সারাদেশ

মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহত

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৫, ১৮:১৯

মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহত

ছবি : বাংলাদেশের খবর

মেহেরপুরের গাংনী উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ও কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আরও দুইজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- মাদ্রাসাছাত্র মুনতাছির জামান (১২) ও কলেজছাত্র তারিক হোসেন (২৬)।

মঙ্গলবার (০৬ মে) দুপুরে গাংনী উপজেলার তেরাইল ও কামারখালি এলাকায় সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।

নিহত মাদ্রাসাছাত্র মুনতাছির জামান গাংনীর সিন্দুরকৌটা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে এবং ছাতিয়ান বাওট হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন। এছাড়া নিহত তারিক হোসেন একই উপজেলার কাজিপুর গ্রামের আলী হোসেনের ছেলে ও কাজিপুর কলেজের ছাত্র।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গাংনী উপজেলার কামারখালি গ্রামের ব্রিজের কাছে ইটবোঝাই লাটাহাম্বারের ধাক্কায় নিহত হয় মাদ্রাসা ছাত্র মুনতাছির জামান। তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

অপরদিকে, বেলা আড়াইটার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার তেরাইল নামক স্থানে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় তারিক হোসেন, সোহাগ হোসেন ও আমজাদ হোসেন নামের তিনজন আহত হন।

আহতদের উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। পরে তাদের মধ্যে তারিক ও সোহাগের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারিক হোসেন।

আকতারুজ্জামান/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর