এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ২ যুবক গ্রেপ্তার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ মে ২০২৫, ১৮:৪৪

ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের শ্রীপুরে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় প্রক্সি দিতে আসায় দুই ভুয়া শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (০৬ মে) দুপুরে উপজেলার শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিল্ডিং মেইনটেন্যান্স বিষয়ের পরীক্ষায় প্রক্সি দেওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- আবুল কাশেমের ছেলে মামুন ও শামসুল আলমের ছেলে জুনায়েদ আহমেদ সাগর। জানা যায়, জৈনাবাজার আদর্শ কারিগরি বিদ্যালয়ের দুই এসএসসি পরীক্ষার্থী জুনায়েদ ও মামুনের পরিবর্তে হায়উল ইসলাম ও রানা মোল্লা পরীক্ষা দিচ্ছিলেন।
এ বিষয়ে শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব শাহানা পারভীন বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে দুই ভুয়া পরীক্ষার্থীকে আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছি। স্ক্যান করে তাদের ছবি রেজিস্ট্রেশন ও প্রবেশপত্রে বসানো হয়েছিল বলে প্রথমে শনাক্ত করা কঠিন ছিল। তবে কক্ষ পরিদর্শকের বিচক্ষণতায় আমরা তাদের শনাক্ত করতে পেরেছি।
শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এসএসসি (ভোকেশনাল) ট্রেড-২ বিষয়ের পরীক্ষা চলছিল। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে কেন্দ্র পরিদর্শক অনুসন্ধান করে দুই ভুয়া পরীক্ষার্থীকে চিহ্নিত করেন। পরে তাদের গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, গ্রেপ্তারকৃত দুজনকে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজিব আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে তাদের শনাক্ত করা হয়েছে। পাবলিক পরীক্ষায় অসদাচরণের অভিযোগে তাদের গ্রেপ্তার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
সোহেল/এমবি