Logo

সারাদেশ

জুলাই গণঅভ্যুত্থান

ফেনীতে হত্যা মামলায় আইনজীবী নাসির উদ্দিন বাহার কারাগারে

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৫, ১৮:৫০

ফেনীতে হত্যা মামলায় আইনজীবী নাসির উদ্দিন বাহার কারাগারে

ছবি : বাংলাদেশের খবর

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় আত্মসমর্পণকারী ফেনীর আইনজীবী ও আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন বাহারের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তবে একই মামলার অপর আসামি আইনজীবী ছোটন কংস বণিককে জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৬ মে) দুপুরে ফেনী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিরাজউদ্দৌলা কুতুবী এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানের সময় ফেনীতে সংঘটিত একটি হত্যা মামলায় সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা জজ আদালতের কৌশলী অ্যাডভোকেট নাসির উদ্দিন বাহার এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট ছোটন কংস বণিক উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় গত ২২ এপ্রিল তারা ফেনী জেলা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।

আদালত তখন উভয় পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে ২৯ এপ্রিল পর্যন্ত জামিনের সময় বৃদ্ধি করেন এবং মামলার এজাহারে উল্লিখিত ঘটনার সময় দুই আসামির অবস্থান সংক্রান্ত প্রতিবেদন দিতে পুলিশকে নির্দেশ দেন। পরবর্তীতে ৬ মে দিন ধার্য করে শুনানি অনুষ্ঠিত হয়।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান বলেন, শুনানি শেষে আদালত অ্যাডভোকেট নাসির উদ্দিন বাহারের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। অপরদিকে অ্যাডভোকেট ছোটন কংস বণিককে জামিন প্রদান করেন।

এমরান পাটোয়ারী/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর