
ছবি : বাংলাদেশের খবর
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের আওতাধীন টাটের খাল এলাকা থেকে ৬০০ পিস হরিণ ধরার ফাঁদের দড়ি ও দুটি নৌকা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (০৬ মে) সকাল ১০টার দিকে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা জিয়াউর রহমানের নেতৃত্বে সিপিজি সদস্যদের নিয়ে টহল পরিচালনা করা হয়।
এ সময় টাটের খাল এলাকায় ফেলে রাখা ফাঁদ ও দড়ি উদ্ধার করা হয় বলে জানান সিপিজির টিম লিডার ইসমাইল হোসেন।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা জিয়াউর রহমান জানান, প্রতিদিনের নিয়মিত টহল চলাকালে সুন্দরবনের গহীনে টাটের খালে হরিণ শিকারি চক্রকে দেখতে পেয়ে তাদের পিছু নেয় টহল দল। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে নৌকা ফেলে সুন্দরবনের মধ্যে শিকারিরা পালিয়ে যায়। টহল দল শিকারি চক্রের ফেলে যাওয়া দুটি নৌকা ও ৬০০ পিস ফাঁদ উদ্ধার করে।
তিনি আরও বলেন, যেহেতু তাৎক্ষণিকভাবে শিকারি চক্রকে শনাক্ত করা সম্ভব হয়নি, তবে নিয়মিত মামলার বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আব্দুস সামাদ/এমবি