শেখ হেলাল-তন্ময়সহ ৫ জনের বিরুদ্ধে ২০০ কোটি টাকার চাঁদাবাজির মামলা

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ০৬ মে ২০২৫, ২০:১৮

ছবি : সংগৃহীত
বাগেরহাট-১ আসনের সাবেক এমপি শেখ হেলাল উদ্দীন ও বাগেরহাট-২ আসনের বর্তমান এমপি শেখ সারহান নাসের তন্ময়সহ পাঁচজনের বিরুদ্ধে ২০০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে।
সোমবার (৫ মে) নিউ বসুন্ধরা রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান তালুকদার বাগেরহাট মডেল থানায় মামলাটি দায়ের করেন।
মামলার অন্য আসামিরা হলেন—শেখ হেলালের ব্যক্তিগত সহকারী মো. ফিরোজুল ইসলাম, শেখ তন্ময়ের সহকারী এমএইচ শাহীন ও শেখ শহীদুল ইসলাম। এর মধ্যে শেখ শহীদুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
এজাহারে বলা হয়, ২০১৮ সালের ১৫ নভেম্বর রাতে শেখ হেলাল ও শেখ তন্ময়সহ আসামিরা মান্নানের কার্যালয়ে গিয়ে ২০০ কোটি টাকা চাঁদা দাবি করেন। চাপের মুখে প্রথমে ৭ কোটি ৩০ লাখ ও পরে ২০১৯ সালের ৩ জানুয়ারি আরও ১২ কোটি ৭০ লাখ টাকা পরিশোধ করেন তিনি।
আসামিরা প্রভাবশালী হওয়ায় এতদিন মামলা করার সাহস পাননি বলেও দাবি করেন বাদী।
বাগেরহাট মডেল থানার ওসি মাহামুদ-উল-হাসান জানান, পেনাল কোডের ৩৮৬ ও ৩৮৭ ধারায় মামলা নেওয়া হয়েছে। এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের ধরতে অভিযান চলছে।
শেখ আবু তালেব/এআরএস