
ছবি : বাংলাদেশের খবর
ঢাকার ধামরাইয়ে সমলয় পদ্ধতিতে চাষাবাদ করে আগের তুলনায় বেশি ফলন পাওয়ায় খুশি হয়ে কৃষক সানোয়ার হোসেন মিষ্টি বিতরণ করেছেন।
মঙ্গলবার (৬ মে) ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের মহিশাষী গ্রামে ৫০ একর জমিতে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে সমলয় পদ্ধতির শস্য কর্তনের উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি কর্মকর্তাদের সঙ্গে এ আনন্দ ভাগাভাগি করেন তিনি।
কৃষক সানোয়ার হোসেন বলেন, ‘প্রথমে ভয় ছিল, ফলন কম হতে পারে। কিন্তু এবার আগের চেয়ে প্রায় ৩০ শতাংশ বেশি ফলন পেয়েছি। সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারে সেচ কম লেগেছে, রোগ-পোকার উপদ্রবও কম ছিল।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. সাফায়েত আহমেদ সিদ্দিকী। তিনি বলেন, ‘সমলয় পদ্ধতিতে ধান চাষে শ্রমিক নির্ভরতা কমে, ফলে উৎপাদন খরচ হেক্টরপ্রতি ২৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত কমানো সম্ভব।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ আরিফুল হাসান, উপ-পরিচালক মোহাম্মদ রিজওনালু বারি, ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান এবং সানোড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইয়ুব আলী প্রমুখ।
আরিফুল ইসলাম সাব্বির/এআরএস