ইসলামী আন্দোলনে যোগ দিলেন বিএনপির সাবেক এমপি মোস্তাফিজ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৬ মে ২০২৫, ২০:৩৬

ছবি : বাংলাদেশের খবর
পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপির রাজনীতি থেকে সরে এসে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান।
মঙ্গলবার (৬ মে) বরিশালের চরমোনাইতে ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ রেজাউল করিমের হাত ধরে তিনি আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার সহসভাপতি অ্যাডভোকেট জেড এম কাওসার বিষয়টি নিশ্চিত করে জানান, অধ্যাপক মোস্তাফিজ দলটির সদস্য ফরম পূরণ করে আমীরের হাতে হাত রেখে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।
যোগদানের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা মতামত উঠে এসেছে। একইসঙ্গে স্থানীয় রাজনীতিতে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
অধ্যাপক মোস্তাফিজুর রহমান ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি কলাপাড়া-রাঙ্গাবালী (পটুয়াখালী-৪) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯০ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত উপজেলা বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন। ২০০৮ সালে কলাপাড়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। সর্বশেষ তিনি উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন।
যোগদান সম্পর্কে মোস্তাফিজুর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে বিএনপিতে নিষ্ক্রিয় ছিলাম। ইসলামী আন্দোলনের আদর্শ আমাকে অনুপ্রাণিত করেছে। মানুষের জন্য কিছু করতে চাই বলেই দলে যোগ দিয়েছি।’
তিনি আরও জানান, দল চাইলে পটুয়াখালী-৪ আসন থেকে প্রার্থী হিসেবে নির্বাচন করতে প্রস্তুত আছেন।
এআরএস