পঞ্চগড়ে সাবেক মন্ত্রী, এমপি ও ডিসি-এসপির বিরুদ্ধে হত্যা মামলা

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ০৬ মে ২০২৫, ২০:৪৭

ছবি : সংগৃহীত
পঞ্চগড়ে বিএনপি নেতা আব্দুর রশিদ আরেফিন হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ ১৫৪ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৬ মে) বিকেলে পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করতে সদর থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল ওহাব।
মামলাটি দায়ের করেন নিহত আরেফিনের স্ত্রী শিরিন আক্তার। এতে প্রধান আসামি করা হয়েছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, সাবেক মন্ত্রী নূরুল ইসলাম সুজন, সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান মুক্তা, মজাহারুল হক প্রধান, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, তৎকালীন জেলা প্রশাসক জহুরুল ইসলাম ও পুলিশ সুপার এস এম সিরাজুল হুদাসহ মোট ১৫৪ জনকে। একইসঙ্গে মামলায় আরও ৪০০-৭০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ২৪ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড় শহরে বিএনপি নেতাকর্মীদের মিছিলে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালায়। পুলিশের টিয়ারশেল, লাঠিচার্জ এবং সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। ওইদিনই পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের পাশে বিএনপি পার্টি অফিস এলাকায় সংঘর্ষ চলাকালে নিহত হন বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ আরেফিন।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মির্জা নাজমুল ইসলাম কাজল বলেন, ‘পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের যৌথ হামলায় আব্দুর রশিদ আরেফিন নিহত হন। ভয়ের কারণে তার পরিবার এতদিন মামলা করতে পারেনি।’
আদালতের নির্দেশ অনুযায়ী পঞ্চগড় সদর থানা পুলিশ মামলাটি তদন্ত করবে।
এআরএস