Logo

সারাদেশ

ফরিদগঞ্জে পুলিশের বাসা থেকে পিস্তল-গুলি চুরি, এসআই ক্লোজড

Icon

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৫, ২১:১৬

ফরিদগঞ্জে পুলিশের বাসা থেকে পিস্তল-গুলি চুরি, এসআই ক্লোজড

এসআই রাকিব উদ্দিন ভূঁইয়া

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের এক এসআইয়ের ভাড়া বাসা থেকে সরকারি পিস্তল, দুটি ম্যাগজিন ও ২৪ রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এসআই রাকিব উদ্দিন ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

সোমবার (৫ মে) দুপুরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ্ আলম। তিনি জানান, ফরিদগঞ্জ থানার মাত্র একশ গজ দূরের একটি চারতলা ভবনের চতুর্থ তলায় একা থাকতেন এসআই রাকিব। সোমবার দুপুরের আগে বা পরে তার অনুপস্থিতিতে বাসার তালা ভেঙে দুর্বৃত্তরা পিস্তল, দুটি ম্যাগজিনে ১৬ রাউন্ড গুলি এবং নগদ ১০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, মুকুল চাকমা, পিবিআই ও সিআইডির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এসআই রাকিব জানান, দুপুরে বাসা থেকে থানায় যাওয়ার পর বিকেলে ফিরে দরজা খোলা এবং ঘরের মালামাল তছনছ অবস্থায় দেখতে পান। চুরি হওয়া সরকারি অস্ত্র ব্রিফকেসে রাখা ছিল।

ঘটনার পর পুলিশ বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছে। তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর