সৈয়দপুরে দেহ ব্যবসার অভিযোগে ৫ নারীসহ ৬ জন আটক

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: ০৬ মে ২০২৫, ২১:২৫

ছবি : বাংলাদেশের খবর
নীলফামারীর সৈয়দপুরে দিনদুপুরে দেহ ব্যবসার অভিযোগে একটি বাড়িতে অভিযান চালিয়ে ৫ নারী ও এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (৫ মে) রাত ১টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ঢেলাপীর পুলপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
সৈয়দপুর থানার ওসি ফইম উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে এলাকাবাসী বুলবুল নামে ওই বাড়ির মালিকের বিরুদ্ধে দেহ ব্যবসা চালানোর অভিযোগ করে আসছিল। সোমবার রাতে অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়। তবে বাড়ির মালিক বুলবুল পলাতক রয়েছে।
স্থানীয়রা জানান, মসজিদ ও মাদ্রাসার পাশে দীর্ঘদিন ধরে এই অনৈতিক কাজ চলছিল। তারা এর স্থায়ী প্রতিকার দাবি করেন।আটকদের মঙ্গলবার (৬ মে) দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এআরএস