Logo

সারাদেশ

সৈয়দপুরে দেহ ব্যবসার অভিযোগে ৫ নারীসহ ৬ জন আটক

Icon

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৫, ২১:২৫

সৈয়দপুরে দেহ ব্যবসার অভিযোগে ৫ নারীসহ ৬ জন আটক

ছবি : বাংলাদেশের খবর

নীলফামারীর সৈয়দপুরে দিনদুপুরে দেহ ব্যবসার অভিযোগে একটি বাড়িতে অভিযান চালিয়ে ৫ নারী ও এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (৫ মে) রাত ১টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ঢেলাপীর পুলপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

সৈয়দপুর থানার ওসি ফইম উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে এলাকাবাসী বুলবুল নামে ওই বাড়ির মালিকের বিরুদ্ধে দেহ ব্যবসা চালানোর অভিযোগ করে আসছিল। সোমবার রাতে অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়। তবে বাড়ির মালিক বুলবুল পলাতক রয়েছে।

স্থানীয়রা জানান, মসজিদ ও মাদ্রাসার পাশে দীর্ঘদিন ধরে এই অনৈতিক কাজ চলছিল। তারা এর স্থায়ী প্রতিকার দাবি করেন।আটকদের মঙ্গলবার (৬ মে) দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর