
আহত আবদুল্লাহ আল মাহফুজ, সালমান হোসেন ও নাদিয়া আক্তার খুশি /ছবি : সংগৃহীত
ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নারী প্রতিনিধি ও দুই সমন্বয়কের উপর হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৬ মে) রাতে ফেনী জেনারেল হাসপাতালের সামনে এই হামলা চালানো হয়।
আহতদের মধ্যে রয়েছেন আবদুল্লাহ আল মাহফুজ, সালমান হোসেন ও নাদিয়া আক্তার খুশি।
আহত মাহফুজ ফেনী শহরের আরামবাগ এলাকার আবদুল মান্নানের ছেলে, সালমান সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিজয় সিংহ এলাকার বশির আহম্মদের ছেলে এবং নাদিয়া আক্তার খুশি সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আবুল কালামের মেয়ে।
আহত সালমান ও নাদিয়া সাংবাদিকদের জানান, তারা ফেনী জেনারেল হাসপাতালে একজন রোগীকে দেখে ফেরার সময় ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সদ্য বহিষ্কৃত সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমানের নেতৃত্বে ছাত্রদলের ১৫-২০ জনের একটি গ্রুপ তাদের উপর হামলা চালায়।
হামলায় গুরুতর আহত মাহফুজকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ফেনী মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
এম. এমরান পাটোয়ারী/ওএফ