রক্ত দিয়ে ফেরার পথে বিএনপি নেতা বাবা-ছেলের ওপর হামলা

বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ০৭ মে ২০২৫, ১০:০৫

বগুড়া শহরের কানছগাড়ি এলাকায় রক্ত দিয়ে ফেরার পথে জেলা যুবদল নেতা ঝিনুক ও তার ছেলে জেলা ছাত্রদল নেতা মুহিবের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ মে) রাত পৌনে আটটার দিকে কানাছড়ি ইবনে সিনা হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
আহত ছাত্রদল নেতা মুহিব জানান, সংগঠনের এক ভাইয়ের জন্য বন্ধুদের সঙ্গে মেডিকেল কলেজ হাসপাতালে রক্ত দিতে গিয়েছিলেন। রক্ত দেওয়ার পর বন্ধুদের কেউ আগে চলে গেলেও তিনি বাবার সঙ্গে একসঙ্গে বাড়ি ফিরছিলেন। পথে ইবনে সিনার সামনে পৌঁছালে একদল সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায়।
তিনি বলেন, প্রথমে আমাকে ঘিরে মারধর শুরু করে। বাবা এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি পিটিয়ে রাস্তায় ফেলে দেয়। আমি প্রাণে বাঁচলেও বাবা গুরুতর আহত হন।
বর্তমানে গুরুতর আহত ঝিনুক বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন। আর মুহিব প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ আছেন বলে জানা গেছে।
মুহিবের দাবি, হামলাকারীরা স্থানীয় কৃষকলীগের সদস্য এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা রাজনৈতিক পরিচয়ে হামলা চালিয়েছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মইনুদ্দীন বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। ভুক্তভোগীরা থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- জুয়েল হাসান/এটিআর