Logo

সারাদেশ

জ্বীন খালে ময়লা ফেলার সময় ভেসে উঠল নারীর মরদেহ...

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২৫, ১১:২০

জ্বীন খালে ময়লা ফেলার সময় ভেসে উঠল নারীর মরদেহ...

পটুয়াখালীর কলাপাড়ায় খাল থেকে অজ্ঞাত এক নারীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ মে) সকাল সাড়ে আটটার দিকে কলাপাড়া পৌর শহরের রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রহমতপুর জ্বীন খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা খালের মধ্যে ময়লা ফেলতে গিয়ে একটি লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। 

উদ্ধারকৃত নারীর শরীরে লাল রংয়ের মেক্সি পরিহিত ছিল। তার মুখমণ্ডল এবং শরীরের বিভিন্ন স্থান পোকায় খেয়ে ফেলায় প্রাথমকিভাবে পরিচয় নিশ্চিত করা যায়নি। 

কলাপাড়া থানার ওসি তদন্ত ইলিয়াস তালুকদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • জাকারিয়া জাহিদ/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর