Logo

সারাদেশ

কুড়িগ্রাম সীমান্তে রোহিঙ্গা নাগরিকসহ আটক ৪৪

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২৫, ১২:৪৯

কুড়িগ্রাম সীমান্তে রোহিঙ্গা নাগরিকসহ আটক ৪৪

ছবি : বাংলাদেশের খবর

কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারী সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করা ৮ বাংলাদেশিসহ ৪৪ জনকে আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে ৩৬ জন নারী পুরুষ রোহিঙ্গা বলে অভিযোগ উঠেছে বলে জানান স্থানীয়রা।

তবে, বিজিবি পুশইন করা ওই ব্যক্তিরা রোহিঙ্গা কিনা এখনো নিশ্চিত করতে পারে নাই বিজিবি।জেলার সীমান্ত এলাকা রৌমারী ৩০ জন ও ভূরুঙ্গামারী সীমান্তে ১৪ জনকে আটক করা হয়। 

বুধবার (৭ মে) ভোররাতে রৌমারী উপজেলা বিভিন্ন সীমান্ত এলাকা ও ভূরুঙ্গামারী উপজেলার ভাওয়ারকুরি সীমান্তে দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ঘোরাঘুরির সময় তাদের কথাবার্তায় সন্দেহজনক হলে স্থানীয়রা তাদের আটক করে বিজিবি'র হাতে তুলে দেয়। 

এ বিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ‘ভোররাতে রৌমারী বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে ৩০ জনকে বাংলাদেশে পুশইন করা হয়েছে। ধারণা করা হচ্ছে এদের মধ্যে ২২ জন রোহিঙ্গা। আটককৃতদের পরিচয় যাচাই করছে বিজিবি।’

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাহবুব উল হক বলেন, ‘ভূরুঙ্গামারীর ভাওয়ালকুরি সীমান্ত এলাকায় ৮ নারী শিশুসহ ১৪ জনকে আটক করা হয়েছে। তারা সবাই রোহিঙ্গা।’

জামালপুর বিজিবি সূত্র জানায়, রৌমারীতে আটককৃতদের মধ্যে ৮ জন বাংলাদেশি। আর বাকিদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে।

ফজলুল করিম ফারাজী/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর