ঠাকুরগাঁও সীমান্তে ৪ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ০৭ মে ২০২৫, ১৩:৩২

ছবি : সংগৃহীত
ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল উপজেলার জগদল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ৪ বাংলাদেশি শ্রমিকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বুধবার (৭ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. তানজির আহমেদ ।
তিনি জানান, বাংলাদেশি শ্রমিকেরা ভারতে কাজ করেন কাজ শেষ করে বাংলাদেশের প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ভারতীয় সীমান্তে তাদের আটক করেন।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার ভোরে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) জগদল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৭৪/১-এস হতে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে প্রতিপক্ষ ১৮৪/মুকেশ বিএসএফ ক্যাম্পের টহলদল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে। তবে আটককৃত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, আটককৃত বাংলাদেশি নাগরিক শ্রমিক হিসেবে কাজ করার জন্য বেশ কিছুদিন আগে অবৈধভাবে ভারতে গমন করেছিল। এছাড়াও স্থানীয় এলাকায় আটককৃত বাংলাদেশি নাগরিকদের ব্যাপারে তথ্যানুন্ধ্যানের কার্যক্রম চলমান রয়েছে। বিস্তারিত তথ্য প্রাপ্তি সাপেক্ষে পরবর্তীতে জানানো হবে। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক।
আবু সালেহ/এমআই