Logo

সারাদেশ

মেহেরপুরে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৩

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২৫, ১৩:৫৩

মেহেরপুরে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৩

ছবি : বাংলাদেশের খবর

মেহেরপুর-কুস্টিয়া সড়কের শুকুরকান্দি এলাকায় ট্রাকের সাথে মাইক্রোবসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

বুধবার (৭ মে) ভোররাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তারা।

নিহতরা হলেন- মাইক্রোবাস চালক গাংনী উপজেলার পশ্চিমমালশাদহ গ্রামের মোজাম্মেল হকের ছেলে জামাল উদ্দিন (৫৫), গাঁড়াডোব গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে শাহিনুজ্জামান (৪৫) ও সদর উপজেলার নজরুল ইসলামের স্ত্রী আক্তার বানু(৪৫)। 

আহতরা হলেন- হয়েছেন গোলাপি খাতুন, ফজিলা খাতুন ও আলফাতুন নেছা নামের আরো তিন নারী। 

এর আগে, রাত ১২টার দিকে মেহেরপুর-কুস্টিয়া সড়কের গাংনী উপজেলার শুকুরকান্দি গ্রামের কাছে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে ধাক্কা লেগে মাইক্রোবাসে থাকা সবাই আহত হন। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় আক্তার বানু মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতের দিকে চালক জামাল উদ্দিন ও শাহিন মারা যান।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘গাঁড়াডোব ও শ্যামপুরের ওই হতাহতরা মাইক্রোবাসে করে চিকিৎসার জন্য রাত ১২টার দিকে কুষ্টিয়া যাচ্ছিলেন। গাংনী উপজেলার শুকুরকান্দি নামক ওই স্থানে একটি দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দেই মাইক্রোবাস। এতে এই হতাহতের ঘটনা ঘটে। চালক জামাল উদ্দিন নিজেই মাইক্রোবসটির মালিক। নিহতদের মরদেহ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।’

 আকতারুজ্জামান/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর