
ছবি : বাংলাদেশের খবর
সুনামগঞ্জের সীমান্ত এলাকা থেকে ৩৩০ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জব্দকৃত শাড়ির আনুমানিক বাজার মূল্য প্রায় ৩১ লাখ ৩৫ হাজার টাকা।
বুধবার (০৭ মে) সকালে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের চিনাউড়া সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ শাড়ির চালান আসছে -এমন তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালাইগাঁও সীমান্ত এলাকা থেকে এসব শাড়ি জব্দ করা হয়।
বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া কাদির বলেন, ঈদ সামনে রেখে সীমান্ত এলাকায় চোরাচালান তৎপরতা বেড়ে যায়। এ সময়টি লক্ষ্য রেখে বিজিবি গোয়েন্দা নজরদারি ও অভিযানিক কার্যক্রম আরও জোরদার করেছে।
তিনি আরও জানান, জব্দ করা শাড়িগুলো শিগগিরই সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে হস্তান্তর করা হবে।
চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আব্দুল হালিম/এমবি