Logo

সারাদেশ

৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

অডিট টিম আসতেই পালালেন সাউথইস্ট ব্যাংক কর্মকর্তা

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২৫, ১৬:১৮

অডিট টিম আসতেই পালালেন সাউথইস্ট ব্যাংক কর্মকর্তা

ছবি : সংগৃহীত

ফেনীর দাগনভূঞা উপজেলায় সাউথইস্ট ব্যাংকের সিলোনিয়া বাজার শাখার এক কর্মকর্তার বিরুদ্ধে প্রায় পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ টাকা ব্যাংকের এফডিআর ও বিভিন্ন হিসাব থেকে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন গ্রাহকরা।

জানা যায়, অভিযুক্ত কর্মকর্তার নাম মোহাম্মদ জিয়াউল হক। তিনি ছাগলনাইয়া উপজেলার পশ্চিম ফতেহনগর এলাকার সোলামান হাজী বাড়ির আবদুল হকের ছেলে। দীর্ঘ আট বছর ধরে তিনি সিলোনিয়া বাজার শাখায় কর্মরত ছিলেন।

মঙ্গলবার (৬ মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, অর্থ আত্মসাতের খবর ছড়িয়ে পড়ার পরপরই শাখায় ভিড় করতে থাকেন গ্রাহকরা। আতঙ্কে অনেকেই জমা টাকার খোঁজে ছুটে আসেন।

ব্যবসায়ী এ.কে আজাদ বলেন, ‘আমার ৩২ লাখ টাকার কোনো হদিস নেই। আমি আরটিজিএসের মাধ্যমে লেনদেন করতাম। ধারণা করছি, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে এই টাকা তুলে নেওয়া হয়েছে।’

এক ট্রাভেলস ব্যবসায়ী জানান, ‘আমি আরটিজিএস কিংবা চেকের মাধ্যমে কোনো লেনদেন করিনি। এরপরও আমার অ্যাকাউন্ট থেকে ১০ লাখ টাকা গায়েব হয়ে গেছে। কিভাবে গেল, বুঝতে পারছি না। খবর জানার পর বেশ কয়েকজন প্রবাসীর স্ত্রী টাকা খোঁজে ব্যাংকে এসেছেন। এখনো ব্যাংক কর্তৃপক্ষ কিছু জানাচ্ছে না।’

দক্ষিণ আফ্রিকা প্রবাসী ইমরান হোসেন বলেন, ‘গত ৩০ এপ্রিল আমার হিসাব থেকে ৫০ লাখ টাকা তুলে নেওয়া হয়েছে। ১ মে ব্যাংকের ম্যানেজার কামরুজ্জামানকে ফোনে জানাই। পরে শুনি, অডিট টিম আসার পর ওই কর্মকর্তা ব্যাংকের নিরাপত্তাকর্মীকে ধাক্কা দিয়ে পালিয়ে যান।’

অভিযুক্ত কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে জানতে চাইলে সাউথইস্ট ব্যাংক সিলোনিয়া বাজার শাখার ব্যবস্থাপক কামরুজ্জামান বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অডিট টিম এসেছে। অডিট শেষ না হওয়া পর্যন্ত আমরা কিছু জানাতে পারছি না।’

এমরান পাটোয়ারী/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর