Logo

সারাদেশ

শিশুকে বাঁচাতে গিয়ে ২ অটোরিকশার মুখোমুখি, যুবক নিহত

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২৫, ১৬:৪১

শিশুকে বাঁচাতে গিয়ে ২ অটোরিকশার মুখোমুখি, যুবক নিহত

ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুর সদর উপজেলায় চলন্ত সড়কে শিশুকে বাঁচাতে গিয়ে সিএনজি চালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এনাম হোসেন (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (০৭ মে) দুপুর ১টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দেবপুর মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এনাম হোসেন হাজীগঞ্জ উপজেলার বড়কুল ইউনিয়নের নাটেহারা গ্রামের খোরশেদ আলমের ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন।

আহতরা হলেন- সদর উপজেলার দেবপুর গ্রামের শিশু আয়শা আক্তার (৬), অটোরিকশা যাত্রী হাজীগঞ্জ পৌর এলাকার বলাখাল গ্রামের হেঞ্জু মিয়া (৬২), ফরিদগঞ্জের সীমা আক্তার (২৩), লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের মো. পারভেজ (২৩), হাজীগঞ্জ উপজেলার বাকিলা গ্রামের মো. শিহাব (১৭)।

নিহত এনামের পিতা খোরশেদ আলম জানান, তার ছেলে ঢাকার গাজীপুরে বোনের বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে বুধবার সকালে লঞ্চযোগে চাঁদপুরে আসে। বাড়ি আসার সময় অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়। এনাম এলাকায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

বাকিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, চাঁদপুর থেকে হাজীগঞ্জগামী অটোরিকশা ঘটনাস্থল অতিক্রম করার সময় আয়শা নামে একটি শিশু রাস্তা পার হওয়ার জন্য দৌড় দেয়। তাকে বাঁচাতে গিয়ে চাঁদপুরগামী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিশুটি আহত হয় এবং অটোরিকশা দুটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন এনাম নামে এক অটোরিকশা যাত্রী। আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. বেলাল বলেন, আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত শিশু আয়েশাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ঘটনাটি হাজীগঞ্জ-চাঁদপুর থানা সীমান্ত এলাকায়। ঘটনার পর যাতে রাস্তায় কোনো যানজট সৃষ্টি না হয়, সে কারণে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আলআমিন ভূঁইয়া/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর