চার দফা দাবিতে ময়মনসিংহ নার্সিং কলেজে কমপ্লিট শাটডাউন

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ০৭ মে ২০২৫, ১৬:৪৭

ছবি : বাংলাদেশের খবর
চার দফা দাবি আদায়ে ময়মনসিংহ নার্সিং কলেজে চলছে দিনব্যাপী শাটডাউন কর্মসূচি। বুধবার (৭ মে) সকাল সাড়ে ১০টায় প্রশাসনিক ভবনের সামনে তালা ঝুলিয়ে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, ২০১৮ সালের পর থেকে নার্সিং কারিকুলামে যেসব পরিবর্তন আনা হয়েছে, তা আন্তর্জাতিক মানের সঙ্গে সাংঘর্ষিক। সিনিয়র ডিপ্লোমাধারী নার্সদের স্বার্থ রক্ষা করতেই এসব পরিবর্তন আনা হয়েছে। ফলে নতুন বিএসসি নার্সরা পেছনে পড়ে যাচ্ছেন এবং বৈষম্যের শিকার হচ্ছেন।
শাটডাউন কর্মসূচিতে নেতৃত্ব দেন ময়মনসিংহ নার্সিং কলেজ স্টুডেন্টস' ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি রাকিব হোসেন ও সহসভাপতি মো. গাজী উর রহমান। কলেজের শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন।
চার দফা দাবির মধ্যে রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউজিসির নীতিমালা অনুযায়ী মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ, গ্র্যাজুয়েট নার্সদের জন্য স্বতন্ত্র ক্যারিয়ার পাথ ও অর্গানোগ্রাম প্রণয়ন, প্রথম শ্রেণির পদ সৃজন ও সরাসরি নিয়োগ এবং ইন্টার্নশিপ ভাতা ২০ হাজার টাকায় উন্নীতকরণ।
শিক্ষার্থীরা বলেন, ‘২০১৬ সালের নার্সিং নিয়োগ বিধি ও জাতীয় শিক্ষানীতি ২০১০ বাস্তবায়ন না হওয়ায় আমরা পেশাগতভাবে পিছিয়ে পড়ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
নাজমুস সাকিব/এআরএস