
ছবি : সংগৃহীত
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী জাতীয়ভাবে উদযাপন করা হচ্ছে কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে। এ উপলক্ষে তিন দিনব্যাপী উৎসব শুরু হচ্ছে আগামী ২৫ বৈশাখ। উৎসবকে ঘিরে শিলাইদহে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
রাষ্ট্রীয় আয়োজনে প্রথমবারের মতো শিলাইদহ কুঠিবাড়িতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় পর্যায়ের রবীন্দ্র জন্মজয়ন্তী। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় কুষ্টিয়া জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত এই উৎসব সফল করতে প্রত্নতত্ত্ব বিভাগ প্রায় সব প্রস্তুতি শেষ করেছে।
কুঠিবাড়ির মূল মঞ্চ নির্মাণে বাঁশ, কাঠ ও ত্রিপল দিয়ে তৈরি করা হচ্ছে দর্শনার্থীদের বসার স্থান। কুঠিবাড়ি ও তার আশপাশের বাগান সজ্জায়ও আনা হয়েছে নান্দনিকতা। আবহাওয়া প্রতিকূল হলেও উৎসব যেন ব্যাহত না হয়, সেজন্য নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা।
৮ মে (বৃহস্পতিবার) থেকে শুরু হয়ে চলবে তিন দিনব্যাপী গ্রামীণ মেলা। এবারের আয়োজনে লোক সমাগম অন্যান্য বছরের তুলনায় বেশি হবে বলে আশা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।
রবীন্দ্র উৎসবে স্থায়ী মঞ্চে অনুষ্ঠিত হবে কবিগুরুর সাহিত্য ও শিল্পজীবন নিয়ে আলোচনা, সংগীত ও কবিতার পরিবেশনা। রবীন্দ্রভক্তদের মতে, শিলাইদহে এসে কবির স্মৃতি ও কর্মজীবন প্রত্যক্ষ করলে ব্যক্তি জীবনে অনুপ্রেরণা পাওয়া যায়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠান চলাকালে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীও সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।
এআরএস