Logo

সারাদেশ

মুন্সীগঞ্জে সম্মাননার চেক পেলেন ১০৫ জুলাই যোদ্ধা

Icon

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২৫, ১৮:০৩

মুন্সীগঞ্জে সম্মাননার চেক পেলেন ১০৫ জুলাই যোদ্ধা

ছবি : বাংলাদেশের খবর

জুলাই গণঅভ্যুত্থানে আহত মুন্সীগঞ্জ সদর উপজেলার ‘সি’ ক্যাটাগরির ১০৫ জন জুলাই যোদ্ধার মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেছেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।

বুধবার (৭ মে) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চেক বিতরণকালে জেলা প্রশাসক বলেন, ‘যতবারই জুলাই যোদ্ধাদের সঙ্গে একত্রিত হই, প্রতিবারই নতুন করে শক্তি পাই। প্রশাসন কিংবা সাংবাদিক—প্রত্যেকেই আপনাদের দেখে সঠিকভাবে কাজ করার অনুপ্রেরণা পাই। যাদের দেশের কথা ভাবার কথা নয়, তারাও সেই সময় পথে নেমেছিলেন। এই চেক শুধুমাত্র অর্থ নয়, এটি আপনাদের জন্য একটি সম্মাননা।’

অনুষ্ঠানে নিজেদের অনুভূতি প্রকাশ করেন জুলাই যোদ্ধা বিপ্লব হোসেন ও উম্মে হাবিবা তানহা।

এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. জসীমউদ্দীন ভূঁইয়া এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন প্রমুখ।

আবু সাঈদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভারত পাকিস্তান যুদ্ধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর