Logo

সারাদেশ

আইনের প্রতি শ্রদ্ধা ও সংলাপের প্রতিশ্রুতি বিএটি বাংলাদেশের

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৫, ১৮:৩৬

আইনের প্রতি শ্রদ্ধা ও সংলাপের প্রতিশ্রুতি বিএটি বাংলাদেশের

ছবি : সংগৃহীত

বেসরকারি খাতে দেশের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান বিএটি বাংলাদেশে জানিয়েছে, তারা শ্রম আইন ও নীতিমালা অনুসরণ করে গত ১১৫ বছর ধরে সততা ও স্বচ্ছতার সঙ্গে দেশে ব্যবসা পরিচালনা করে আসছে।

কুষ্টিয়ায় গ্রিন লিফ থ্রেশিং প্ল্যান্টের সাবেক মৌসুমী শ্রমিকদের একটি অংশের দাবি-দাওয়া ঘিরে উদ্ভূত পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে। আন্দোলনরত শ্রমিকদের বেশিরভাগ দাবি ইতোমধ্যে বিবেচনায় নিয়ে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কিছু দাবি শ্রম আইনের পরিপন্থী হওয়ায় তা বাস্তবায়ন সম্ভব নয় বলে মনে করছে বিএটি বাংলাদেশ।

প্রতিষ্ঠানটি জানায়, শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে গঠনমূলক আলোচনায় বসা হয়েছে, সরকারি কর্তৃপক্ষের মধ্যস্থতায় একাধিকবার বৈঠকও হয়েছে। আইনি কাঠামোর মধ্যেই উন্নত সুবিধার প্রস্তাব দেওয়া হয়েছে।

বিএটি বাংলাদেশ আরও জানায়, চলমান শ্রমিক অসন্তোষের কারণে কুষ্টিয়ার মৌসুমী কারখানার কার্যক্রম শুরু করা যাচ্ছে না। এতে উৎপাদন বিঘ্নিত হচ্ছে এবং তামাক রপ্তানিও হুমকির মুখে পড়েছে। কিছু প্রতিবাদী শ্রমিক কাজ করতে ইচ্ছুক অন্যদের বাধা দিচ্ছেন বলেও অভিযোগ করা হয়েছে।

প্রতিষ্ঠানটি বলছে, দ্রুত সমাধান না হলে কারখানা বন্ধ রাখতে হতে পারে। এতে শুধু ব্যবসায়িক ক্ষতিই নয়, সরকারের রাজস্ব আয়েও বড় ধাক্কা লাগতে পারে। তবে সব কর্মীর অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ এবং অংশীজনদের সহযোগিতায় শান্তিপূর্ণ সমাধান প্রত্যাশা করছে তারা।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর